(গোপালগঞ্জ) টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৫ ডিসেম্বর ২০২৪,টুঙ্গিপাড়া উপজেলার ৪ লেন সড়কের পাশে অবৈধভাবে বসানো দোকান উচ্ছেদ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।
আজ সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার এবং ইউনিয়নের বিভিন্ন সড়কে অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়ার জন্য ইউএনও নেতৃত্বে একটি দল মাঠে নামে। সড়কের পাশে বসানো দোকানগুলো সড়ক পরিবহন ব্যবস্থাকে বিঘ্নিত করছে এবং যানজট সৃষ্টি করছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান শুরু হয়।
ইউএনও মো. মঈনুল হক বলেন, “সড়কের পাশে অবৈধ দোকানপাট স্থাপন করা আইনসম্মত নয় এবং এটি সড়ক নিরাপত্তার জন্য হুমকি। আমরা দ্রুত সময়ের মধ্যে এসব দোকান সরিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনব।”
অভিযানে এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সহযোগিতা করেছে। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।