গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা বাজারের ফ্লেক্সিলোড ব্যবসায়ী কাবুল কে নিজ গ্রাম টুটাপাড়া যাওয়ার পথে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেন।
কাবুলের বয়স যখন দুই বছর তখন ওর বাবা মারা যায়৷ মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে বড় করেছি৷ কাবুলের স্ত্রী নয় মাসের অন্তঃসত্তা৷ কাবুল ছাড়া আমাদের দেখার মত কেউ নাই৷ এমনটি বলছিলেন গত ২১ নভেম্বর স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার হত্যা মামলার গ্রেফতারকৃত আসামি কাবুলের মা৷
কোটালীপাড়া উপজেলার কুশলা বাজারের ফ্লেক্সিলোড ব্যবসায়ী কাবুল কে নিজ গ্রাম টুটাপাড়া যাওয়ার পথে গত ২১ নভেম্বর কোটালীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে৷ কারণ অনেক আগে ছাত্রলীগ করতো এখন সে কোন রাজনীতির সাথে জড়িত না৷ বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোন নিয়ে ক্ষুদ্র ফ্লেক্সিলোড ব্যবসা করেন৷ কাবুল একমাত্র পরিবারের উপার্জনকারী ব্যক্তি কাবুল হাজতে থাকায় তার বৃদ্ধ মা এবং নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর দুর্বিষহ দিন কাটছে৷