1. live@doinikagamirtungipara.online : news online : news online
  2. info@www.doinikagamirtungipara.online : দৈনিক আগামীর টুঙ্গিপাড়া :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
কাশিয়ানীতে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা – নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ। গোপালগঞ্জ সরকারি  টেকনিক্যাল স্কুল ও কলেজের বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন: গোপালগঞ্জের যুবক নারী সেজে প্রেমের ফাঁদে ফেলে যশোর থেকে এনে,যুবককে অপহরণ-যুবকে গ্রেপ্তার করেছে  যৌথ বাহিনী। গোপালগঞ্জে -আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহবায়ক জুবায়ের যুগ্ম আহবায়ক আরিফ। গোপালগঞ্জে পুলিশের ভুয়া -এসআই গ্রেপ্তার। জনপ্রিয় সাংবাদিক এজেড আমিনুজ্জামান রিপনের ৮তম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা  টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি ওহিদুজ্জামান শেখ এর বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধা ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জের দপ্তর সম্পাদক পলাশ শিকদার।

শিক্ষক বিয়ে করলেন অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীকে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়া  (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুংগীপাড়া উপজেলার গোপালপুর পঞ্চপল্লি  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাগর কুমার বিশ্বাস  প্রেম করে,  ২০২৪ সালের  এসএসসি পরিক্ষার্থী ছাত্রী নুপুর গাইনকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলেন। গত জুন মাসের ২৬ তারিখ বাংলা শিক্ষক সাগর কুমার বিশ্বাস  গোপালপুর গ্রামের মনোরঞ্জন  গাইনের  মেয়ে  নুপুর গাইনের সাথে দীর্ঘদিন সম্পর্কের পর অপ্রাপ্ত বয়স্ক ১৬ বৎসরের ছাত্রীকে সরকারী নিয়ম নিতির  তোয়াক্কা না করে এ ঘটনা ঘটান। এতে ¯’স্থানীয়  অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে ক্ষোপের সৃষ্টি হয়। স্কুলের শিক্ষকরা বলেন সাগর বাবু  ২০১৯ সালের ফেব্রয়ারি  মাসের  ১২ তারিখ গোপালপুর  পঞ্চপল্লি  মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। তার আচার-আচরন আমাদের আগে থেকেই নজরে পড়েছে তাকে সতর্ক করাও হয়েছে। তিনি এই ছাত্রীর সঙ্গে দীর্ঘদীন ধরে সম্পর্ক করতেন। আমরা স্কুলের সম্মানের কথা চিন্তা করে বাহিরে বা ম্যানেজিং কমিটির কাছে প্রকাশ করিনি। ¯স্থানীয় ছাত্র ছাত্রীর অীভভাবকরা বলেন একজন শিক্ষকের কাছে ছাত্রী  মেয়ের সমতুল্য  সেই  শিক্ষকই যদি ছাত্রীদের সাথে  সম্পর্ক করে তাহলে আমাদের মেয়েদের কোন ভরসায় এই স্কুলে পাঠাবো। ছাত্র ছাত্রীরা বলেন আমাদের স্কুলের মান সম্মান  সাগর স্যার নষ্ট করেছে। আমরা সাগর স্যারের বহিষ্কার দাবি করছি অন্যথায় এই স্কুলে আমরা পড়বো না। সাগর কুমার বিশ্বাসের  বিরুদ্ধে কোন ব্যবস্থা  নিয়েছেন কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক তাপস কুমার বাড়ৈ বলেন সাংবাদিকদের চাপে আমরা ম্যানেজিক কমিটির মিটিং করে এই শিক্ষককে স্কুলের হাজিরা খাতায় স্বাক্ষর করতে নিষেধ করেছি এবং স্কুলে আসতে বারণ করেছি। সাগর স্যারের জুলাই মাসের বেতন ¯’গিত করা হয়েছে। তাকে আমরা শোকজের নোটিশ দিতে চেয়েছিলাম ম্যানেজিং কমিটির সভাপতি সুশেন গাইন নোটিশটি  নিয়েছে। প্রধান শিক্ষক বলেন এলাকার পরস্থিতি  অবনতি  হওয়ায় আমি মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে গিয়েছিলাম তিনি বলেছেন ঐ শিক্ষকের স্কুলে আসার প্রয়োজন নাই। প্রধান শিক্ষক হিসাবে আমি বলেছি সাগর বাবুর এই ঘটনার কারনে আমার স্কুলের উপর অনেক ¯’স্থানীয়  প্রভাব ও ছাত্র-ছাত্রী কমে গিয়েছে এখন অভিভাবকরা স্কুলে তাদের মেয়েদেরকে পাঠাতে সাহস পায়না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি বলেন শিক্ষকের বিষয়ে আমাকে জানিয়েছে ব্যবস্থা নেওয়া হবে।  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে দুপুর ১টা পর্যন্ত  যোগাযোগের চেষ্টা করলেও  কোন ফল হয়নী। গতকাল রবিবার তিনি দেশের বাড়ি থেকে আসবে কিনা তাও জানা সম্ভব হয়নি। তার ব্যবহারকৃত নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। উপজেলা ভবনের বাহিরে  শিক্ষা অফিসটি থাকার কারনে শিক্ষা অফিসার অফিস তার নিজের  মত করে পরিচালনা করে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা করেন না। বেশীর ভাগ সময়ই সে বাড়ীতে থাকে এমনকি অফিস সহকারীর ও একই  অবস্থানে  ¯স্থানীয়  অভিভাবক ছাত্র ছাত্রী ও বেশীর ভাগ শিক্ষকেরই দাবী সাগর স্যারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা  নেওয়া হোক এবং গোপালপুর পঞ্চপল্লি মাধ্যমিক বিদ্যায়ের কলঙ্ক মুক্ত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত