টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) থেকে জসিম মুন্সী
সারাদেশে কোঠা সংস্কার আন্দোলনের নামে বিএনপি জামাত শিবির যে অগ্নি সংযোগ ভাংচুর খুন এবং সরকার পদত্যাগের যে ১দফা দাবিতে দেশ ধ্বংসে লিপ্ত হয়েছে তার প্রতিবাদে ৪ আগষ্ট রবিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। বিক্ষোভ মিছিলটি পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর সুপার মার্কেট থেকে পৌর বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজার ঘুরে বাইপাচ সড়কের মোড় হয়ে আবার পৌর সুপার মার্কেটে সম্মিলিত হয়। এর পর প্রতিবাদ সভা করেন এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রতিবাদ সভায় বক্তব্য দেন। বক্তারা প্রতিবাদ সভায় বলেন এদেশের মাটি মা বাংলাদেশ কখনও পাকিস্তান হবেনা। বিএনপি জামাতদের পরিকল্পনায় এদেশকে পাকিস্তান বানাতে চায়। শিক্ষার্থীদের কোঠা আন্দোলনকে পুজি করে দেশে ভাংচুর অগ্নিসংযোগ ও মানুষ খুনে লিপ্ত হয়েছে তারা। আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে দেশ ধ্বংসের কাজে লিপ্ত হতে দেবো না। প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন দেশের মানুষকে পুজি করে তারা খেলায় মেতে উঠেছে। দেশ ধ্বংসের খেলা, শিক্ষার্থীরা কোঠা সংস্কার আন্দোলন করছে সরকার মেনে নিয়েছে। এখন এই শিক্ষার্থীদের পুজি করে দেশ বিরোধী জামাত বিএনপি ১দফা দাবী বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে। প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবি লীগ, কৃষকলীগ, স্বে”ছাসেবক লীগ ও মহিলা আওয়ামীলীগ সহ উপজেলার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামলী লীগের সাধারণ সম্পাদক, মোঃ বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াচ হোসেন সরদার, সহ-সভাপতি ও পাটগাতী ইউপির চেয়ারম্যান মোঃ শুকুর শেখ, সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি, মোঃ সাইফুল শেখ, সাধারণ সম্পাদক, বিএম ফোরকান আলী, যুব লীগের সভাপতি বিএম মাহামুদুল হক, পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পান্না মৃধা সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।