গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামে মোহিত তালুকদারের নতুন ছোট একটা বসতি ছাড়া টিণের ঘর ও ধান ক্ষেতে আবেদন না করেই ২২ হাজার টাকার বিনিময়ে , পাইলো বিদ্যুতের খুঁটি।
প্রাপ্ত সূত্রে খবর পেয়ে আমরা গণমাধ্যম কর্মী সরোজমিনে গিয়ে দেখা যায়, ধানক্ষেতের ভিতরে নতুন ছোট্ট একটা টিনের ঘর যেখানে নেই কোন মানুষের বসবাস পাশেই একটা বিদ্যুতের খুঁটি, এ বিষয়ে মোহিত তালুকদারের স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন যে আমরা ঢাকা শহরে থাকি স্বামী স্ত্রী চাকরি করতাম এলাকায় কাউকে আমরা চিনি না ,তাই মানুষের লোকমুখে শুনে এক ইলেকট্রিশিয়ান এর সাথে চুক্তি হয়, ২২ হাজার টাকা দিলে সবকিছু করে দিবে খুঁটি সহ, জানা যায় অত্র ইউনিয়নের ইলেকট্রিশিয়ান মিস্ত্রি বাবুল মিরাজ,
ইলেকট্রিশিয়ান মিস্ত্রি বাবুল ও মিরাজ এর কাছে জানতে চাইলে, তিনি বলেন যে আমি টাকা নিয়েছি এক মিনিট 16000 কাজ কাম করে দেবো 5000 মোট টাকা নিয়েছি ২২ হাজার বলল তালুকদারকে দিয়েছি এক হাজার সে আমাকে খবর দিয়েছে তাই বিদ্যুতের খুঁটি ওয়ালা খলিলুর রহমানকে 9000 হাজার টাকা দিয়েছি, প্রতিবেশী সূত্রের জানা যায় তিন মাস আগে আবেদন করেও আমরা খুঁটি পাই না অথচ টাকা হইলেই এক সপ্তাহের ভিতরে ফুটি চলে আসে আমরা এগুলো আপনাদের মাধ্যমে জানতে চাই,
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা পল্লী বিদ্যুতের ডি জি এম, সৈকত বড়ুয়া মহোদয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা এ বিষয়ে অবহিত আছি। আমি সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে