গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে জসিম মুন্সী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টুঙ্গিপাড়া শাখা জিএম রাকিবুজ্জামান ও তার আপন ভাই শফিকুল এর একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে।
রাকিবুজ্জামান জিএম টুঙ্গিপাড়া শাখার বেশ কিছু মাঠ কর্মী গ্রামে বিমা পলিসি করিয়ে নিজের পকেটে টাকা রাখার একাধিক অভিযোগ উঠেছে। রাসেল নামের এক ভুক্তভোগী জানান, আমাকে ৩ বছরের জন্য বিমা করিয়ে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নেন রাকিবুজ্জামান এর আপন ভাই শফিকুল। ভুক্তভোগী রাসেল বলেন, আমি ২১-০৪-২০২১ তারিখে প্রথম কিস্তিতে ৫০২২০ টাকা প্রধান করি ক্যাশিয়ার মো. আলী আনসার এর কাছে। আমার অ্যাকাউন্ট নম্বর ১৩৪৭৯৪২ । পরবর্তী ২১-০৪-২০২২ তারিখে ৫০২০০ টাকা প্রধান করি। পরবর্তী ২১-০৪-২০২৩ তারিখে ৫০২০০ টাকা প্রধান করি ক্যাশিয়ার এর কাছে। কিন্তু এই রুপালি লাইফ এর কর্মকর্তা সহ মাঠ কর্মীরা বিমা পলিসি করিয়ে দেওয়ার কথা বলে একাধিক মানুষের কাছের থেকে টাকা নিয়ে নিজের পকেটে টাকা রাখার একাধিক অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রাসেল বলেন, আমাকে ৩ বছরের জন্য বীমা পলিসির মেয়াদ দিবে বলে কিন্তু আমাকে না জানিয়ে আমার বিমার মেয়াদ ১৫ বছরের জন্য করে দিয়েছে। এই পর্যন্ত আমি ৩ বার ৫০২০০ টাকা করে বিমা পলিসির টাকা জমা প্রধান করি। পরে আমার অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখি আমার অ্যাকাউন্ট সব টাকা নাই। এ বিষয়ে আমি বার বার অফিসে গেলে আমার সাথে খারাপ আচরণ করে রাকিবুজ্জামান সহ তার ছোট ভাই শফিকুল ও ক্যাশিয়ার আলী আনসার । ভুক্তভোগী রাসেল বলেন আমার কাছের থেকে বীমা পলিসি করিয়ে দেওয়ার কথা আমার কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে ৩ বছর আমার নিজের পকেটে রেখে দিয়েছে তাই আমি আমার টাকা ফিরে পেতে পারি
তাই ঊর্ধ্বতন সকল কর্মকর্তার সব বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর কাছে বিশেষ অনুরোধ এই জিএম রাকিবুজ্জামান ও তার আপন ভাই শফিকুল সহ ক্যাশিয়ার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ অনুরোধ ।