গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে ঃ জসিম মুন্সী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে একটি বাড়িতে আগুন লেগে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী ঘণ্টা ব্যাপী চেষ্টা করে আগুন নেভাতে পারিনি।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় বর্নি গ্রামের মৃত কামাল মোল্লার ছেলে দিনমজুর শিপুল মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত শিপুল মোল্লা বলেন, আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে হঠাৎ দেখতে পাই আমার বাড়িতে আগুনের ধোয়া। দ্রুত বাড়িতে গিয়ে দেখি আমার নিজ থাকার ঘর সহ গোয়াল ঘরে আগুন লেগে পুড়ছে। আমার চিৎকারে এলাকাবাসি দ্রুত এসে প্রায় ঘণ্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দুটি টিনের ঘর, নগদ টাকা সহ ধান, চাউল, আসবাবপত্র ও একটি ঘরে থাকা সম্পন্ন মালামাল পুড়ে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দাবি করেছেন।
এ ঘটনার খবর শুনে টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী অফিসার মঈনুল হক সরজমিনে এসে দেখেন । উপজেলার নির্বাহী অফিসার ও এলাকাবাসী তার পাশে দাঁড়ানোর আশা দেন।
সর্বশেষ শিপুল মোল্লা বলেন, আমি গরিব মানুষ আমার নতুন ঘর করার মতো টাকা নাই - আমার একার উপরে সংসার চলে আমার ৫ ছেলে ও বউকে নিয়ে অনেক কষ্টের পর জীবন যাপন করতেছি। তাই প্রশাসনসহ সকলের কাছে আমার দাবি যদি সবাই আমাকে সাহায্য করে তবে আমি নতুন ঘর করতে পারবো।