পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, আহ্বায়ক পিরোজপুর জেলা বিএনপি, আহ্বায়ক শিক্ষক কর্মচারী ঐক্যজোট বরিশাল বিভাগ এবং তেজদাসকাঠী কলেজ, পিরোজপুর এর অধ্যক্ষ জনাব আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পিরোজপুর পৌর বিএনপির সদস্য সচিব জনাব ছারোয়ার হোসেন হাওলাদার। অন্যান্য অতিথিদের মধ্যে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আলমগীর শেখ, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম, পুখরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এনায়েত কবির খান, বাইনখালী মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহ আলম, ডি.আর.এস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আসাদুজ্জামান খান , বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট, নাজিরপুর উপজেলা পূর্ব অঞ্চল এর সভাপতি জনাব মোঃ ইউনুস, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি জনাব কামাল হোসেন সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাসুম বিল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরে অনুষ্ঠানের সভাপতি জনাব মাসুম বিল্লাহ স্যার শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরবর্তীতে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আলমগীর শেখ তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। এরপরে অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ছরোয়ার হোসেন হাওলাদার শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তৃতায় শিক্ষার্থীদের সৎ পথে চলার এবং ভবিষ্যতে ভালো ফলাফল করে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য অনুপ্রাণিত করেন। প্রধান অতিথি তার মূল্যবান বক্তৃতায় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বিশেষ করে শিক্ষার্থীদের শৃঙ্খলা বোধ বিষয়টির প্রতি গুরুত্ব প্রদানে উৎসাহিত করেন। শিক্ষার্থীদের কে পড়াশোনায় মনোযোগী হয়ে ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম অর্জনে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন। পরিশেষে তিনি প্রতিটি শ্রেণীর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের মাধ্যমে ফলাফল প্রকাশ অনুষ্ঠানের সমাপ্ত করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।