1. live@doinikagamirtungipara.online : news online : news online
  2. info@www.doinikagamirtungipara.online : দৈনিক আগামীর টুঙ্গিপাড়া :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
কাশিয়ানীতে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা – নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ। গোপালগঞ্জ সরকারি  টেকনিক্যাল স্কুল ও কলেজের বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন: গোপালগঞ্জের যুবক নারী সেজে প্রেমের ফাঁদে ফেলে যশোর থেকে এনে,যুবককে অপহরণ-যুবকে গ্রেপ্তার করেছে  যৌথ বাহিনী। গোপালগঞ্জে -আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহবায়ক জুবায়ের যুগ্ম আহবায়ক আরিফ। গোপালগঞ্জে পুলিশের ভুয়া -এসআই গ্রেপ্তার। জনপ্রিয় সাংবাদিক এজেড আমিনুজ্জামান রিপনের ৮তম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা  টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি ওহিদুজ্জামান শেখ এর বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধা ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জের দপ্তর সম্পাদক পলাশ শিকদার।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স এর ম্যানেজারের সাঈদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়া থেকেঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টুঙ্গিপাড়া শাখা ম্যানেজার আবু সাঈদ এর নামে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে।
সাঈদের নেতৃত্বে কিছু মাঠকর্মী ফিল্ডে কাজ করে মিষ্টি মিষ্টি কথা বলে বীমা করিয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে যে টাকা বীমা পলিসি বাবদ নেন৷ সেই টাকা অ্যাকাউন্টে না যোগ করে নিজের পকেটে রেখে ম্যানেজার সাঈদ কমিশনের মাধ্যমে মাঠ কর্মীদের নিয়ে ভাগ করে খাওয়ার একাধিক অভিযোগ আছে। শামিমা নামের এক ভুক্তভোগী জানান, সাঈদ নিজে এসে আমার পরিবারের ছয়টা বীমা পলিসি করে দেন এবং আমাকে মাঠকর্মী হিসেবে কাজ করার জন্য আমাকে নিয়োগ দেন। এবং আমার স্বামীর অতিরিক্ত বয়স থাকা সত্ত্বেও তিনি ভুয়া কাগজ দিয়ে বীমা পলিসি করে দেন এই সাঈদ সাহেব। আমার স্বামীর বীমা পলিসি বাবদ ১২,০০০ হাজার টাকা নেন সাঈদ সাহেব। যেখানে বীমা পলিসি ৫০ বছর এর বেশি হলে বীমা করা যায় না তবে সে কীভাবে বিমা পলিসি করলো, ভুয়া কাগজ দিয়ে । এই প্রতারক সাঈদ সাহেব আমার স্বামীর বয়স ৫০ এর বেশি কিন্তু সাঈদ সাহেব ভুয়া ভোটার আইডি কার্ড বানিয়ে বয়স কম দিয়ে তারপর বীমা পলিসি করেন। সেই কাগজপত্র হেড অফিসে পাঠিয়ে আমার স্বামীর কাছ থেকে বীমা বাবদ ১২০০০ টাকা নেন। এক বছর টাকা দেয়াড় পরে আমার স্বামী সাইফুর রহমান মারা যান পরে আমার স্বামীর মৃত্যু দাবি টাকা চাইতে গেলে টুঙ্গিপাড়ার শাখার ম্যানেজার সাঈদ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। এবং আমাকে বলেন কিছুদিন পরে আসেন টাকা দিয়ে দিব এভাবে প্রায় পাঁচ বছর তার পিছে ঘুরতে ঘুরতে সর্ব শেষ সাংবাদিকের কাছে সংবাদ সম্মেলন করি। এবং আমার নামে দুইটা বীমা পলিসি করেন প্রথম টায় ১২০০০ হাজার টাকা নেন, পরে আর এক টায় ৬০০০ টাকা নেন। ভুক্তভোগী শামিমা জানান, আইরিন আক্তার (১২০০০) হাজার টাকা, লাইলা আক্তার (৬০০০), আন্না আক্তার (৬০০০), একই পরিবারে মোট ৬ টা বীমা পলিসি করায় টুঙ্গিপাড়া শাখা রূপালী লাইফ ইন্স্যুরেন্সে । ভুক্তভোগী সামিমা বলেন আমার স্বামীর মৃত্যু দাবি টাকা না দেওয়ায় আমি প্রথম বার টাকা জমা করি। আমার স্বামীর টাকা নিয়ে সাঈদ নানা অজুহাত দেখায় বলে আমি আর বিমা পলিসির টাকা জমা করি নাই কারণ একটা বিমা পলিসি নিয়ে এতো কিছু তবে কীভাবে আমি টাকা দিবো বলেন।
আর এক ভুক্তভোগী জানান, মিজানুর, সাং- পাটগাতী, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, মিজানুর হক বলেন আমার একটা বীমা পলিসি করি সেখানে জমা করি ৪১০০০ হাজার টাকা। পরবর্তী নানা অজু হাত দেখান আমার টাকা চাইতে গেলে আমি বাধ্য হয়ে মামলা করার কথা বললে আমাকে টাকা দেওয়ার স্বীকার হয় সাঈদ। এবং ৮০,০০০ হাজার টাকা দেওয়ার কথা প্রথমে নগদ ২০,০০০ টাকা দেন। বাকি ৬০,০০০ হাজার টাকা চেক দেওয়ার কথা বলে, ম্যানেজার সাঈদ আমাকে ইসলামি ব্যাংকের একটা চেক দেন যা সাঈদ এর নিজের নামের। তবে আমাদের প্রশ্ন কেনো তিনি তার নিজের নামের চেক দিলেন বীমা কোম্পানির চেক ছাড়া উদ্বোধন কর্মকর্তা কাছে বিষয় টা জানার জন্য অনুরোধ রইলো।
ম্যানেজার সাঈদ একজন দু:চরিত্র লোক বটে। এরকম ১০/১৫ ভুক্তভোগী জানান আবু সাঈদ ও মাঠকর্মীরা বিভিন্ন অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত আছে। এভাবে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আবু সাঈদ ও তার মাঠ কর্মীরা। তাই ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর কাছে বিশেষ অনুরোধ সাঈদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত