পিরোজপুর প্রতিনিধি:-
মো:নাফিউল ইসলাম নিয়াজ নামে আট বছর ৯ মাসের একটি ছোট্ট শিশু মাত্র আট মাসে পবিত্র কুরআন মুখস্থ সম্পন্ন করে নজির সৃষ্টি করেছে।
গত মাসের অক্টোবরে তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার পিরোজপুর শাখা থেকে ৮ মাস চার দিনে পবিত্র কোরআন হিফজ মুখস্থ শেষ করেন মো: নাফিউল ইসলাম নিয়াজ।
২০১৬ সালে জানুয়ারি মাসের আঠারো তারিখে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সেখমাটিয়া গ্রামে জন্ম করেন মো:নাফিউল ইসলাম নিয়াজ।
তার পিতা মো: মশিউল আলম সোহেল পেশায় একজন শিক্ষক।
হাফেজ মো: নাফিউল ইসলাম নিয়াজের পিতা মো:মশিউল আলম সোহেল বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন বড় হয়ে একজন হক্কানী আলেম ও ইসলামী স্কলার হয়ে ইসলামের খেদমত করতে পারে।
মাদ্রাসার শিক্ষক হাফেজ মো: আবু হানিফ বলেন, আল্লাহর অশেষ অনুগ্রহে শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় মো:নাফিউল ইসলাম নিয়াজ ২৪৪ দিনে হিফয সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এই কেন্দ্রিক মেধাবী ছেলেগুলো অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকে। নাফিউল ও এর ব্যতিক্রম নয়, আমরা তার জন্য দোয়া করি। সে একজন বড় আলেম হতে পারে।
পিরোজপুর প্রতিনিধি:-