শফিকুল হাসান রনি :
গোপালগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মী ও গোপালগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপারের সাথে ২২শে সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারসহ মাদক, ইভটিজিং বন্ধে কাজ করবে পুলিশ, এছাড়া গোপালগঞ্জ জেলাকে অতীতের মত শান্তিপূর্ণ জেলায় রূপ দিতেও কাজ করে যাবে জেলা পুলিশ, সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি আরো বলেন, কিশোর গ্যাং মাদক নির্মূল করতে সব ধরনের ব্যবস্থা নিবে পুলিশ প্রশাসন এছাড়া যারা ইভটিজিং এর সাথে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে এবং জেলায় থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে তবে এর জন্য প্রয়োজন সাংবাদিকদের সহযোগিতা। এ জেলায় যেকোনো চুরি ডাকাতি নিয়ন্ত্রণে কাজ করবে গোপালগঞ্জের পুলিশ বাহিনী। এসময় গোপালগঞ্জ জেলা পুলিশ বাহিনীর অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মাদ সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি বিএম জুবায়ের হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি এস,এম হুমায়ুন কবির, গোপালগঞ্জ রিপোটার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলার সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল হক, জার্নালিস্ট ফেডারেশনের সভাপতি এ,আর রনি সহ জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স সমিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।