টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্নি গ্রামে একাধিক দোকান চুরি হয় বলে জানান ভুক্তভুগী রুহুল মুন্সী।
গত বৃহস্পতিবার রাতে টুঙ্গিপাড়া বর্নি গ্রামের রুহুল মুন্সী নামক এক যুবকের দোকান চুরি হয়। রুহুল মুন্সী বলেন, এক সাথে আরো কয়েকটা দোকান চুরি হয়। রুহুল মুন্সীর কাছে জানতে চাইলে কিভাবে চুরি ও কি ক্ষতি হয় আপনার। রুহুল মুন্সী বলেন আমার দোকানের টিন কেটে আমার দোকানে ডুকে নগদ ৫০,০০০ হাজার টাকা আর দোকান থেকে ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। তিনি আরো বলেন যে আমি আর দোকানদারি করবো না কারন বর্তমান আমার অনেক শত্রু দেখা দিচ্ছে। আসলে আমার দোকান চুরি পরিকল্পিত ভাবে হতে পারে। আমার কিছু মানুষের উপর সন্দেহ হয়। তবে যে বা যারা আমার দোকান চুরি করেছে তাদের বিচার চাই প্রশাসন এর কাছে। স্থানী গন্যমান্য ব্যাক্তিরা বলেন বেশ কিছু দিন পর পর চুরির ঘঠনা ঘটতে থাকে তবে এই ধরনের চুরি না হয় তার তাই প্রশাসন এর কাছে অনুরোধ রইলো।
চুরির বিষয় নিয়ে টুঙ্গিপাড়া থানায় একটা অভিযোগ দায়ের করেন।
তাই উপরোক্ত বিষয়গুলো প্রশাসন এর কাছে বিষেশ অনুরোধ এবং জোর দাবি স্থানীয় লোকজনের।যাহাতে এলাকায় আর চুরি না হয় তার সুব্যবস্থা করা হোক।