গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকেঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মজিব সেন্টনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ASSET প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ কোনো পত্রিকায় বা বঙ্গবন্ধু শেখ মজিব সেন্টনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ওয়েবসাইটে না দিয়ে নিজেদের ফেসবুকে পোস্ট দেন । কিছু প্রার্থির কাছ থেকে জানা যায় যে, কিছু অর্থের বিনিময়ে নিয়োগ পরিক্ষার তারিখ না দিয়ে নিজেস্থ পরিক্ষার প্রার্থীদের ফোনে ডেকে নেয়। কিন্তু ২৩-০৭-২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য অত্রকেন্দ্রে উপস্থিত থাকার কথা। কিন্তু ছাত্রদের আন্দোলনের কারনে নিয়োগ স্থাগিত করেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মজিব সেন্টনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ওয়াবসাইটে স্থাগিত নোটিশ না জানিয়া ২৯-০৭-২০২৩ তারিখে কিছু চাকরি প্রার্থীকে ডেকে নেন। পরে ঘটনাটি শুনে সাংবাদিক গেলে বিষয় টা জানতে পারে। পরবর্তি বঙ্গবন্ধু শেখ মজিব সেন্টনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ASSET প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ স্থাগিত করেন অধ্যক্ষ শহিদুল ইসলাম ।